চোপড়া: আগামীকাল রাজভবনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন চেতনাগছের নিহত চার শিশুর পরিবার
উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত–সংলগ্ন চেতনাগছ গ্রাম আজও শোকের আবহে ঢেকে আছে। ১২ ফেব্রুয়ারি ২০২৪-এ বিএসএফের খোঁড়া একটি ড্রেনে মাটি ধসে চাপা পড়ে মুহূর্তের মধ্যে চারটি কচিকাঁচা প্রাণ ঝরে যায়। সীমান্তবর্তী এই শান্ত গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটি এলাকাবাসীকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা আজও সেই বেদনা কাটিয়ে উঠতে পারেননি। দুর্ঘটনার পর প্রথম থেকেই পাশে দাঁড়ায় রাজ্যের তৃণমূল পরিচালিত সর