ইলামবাজার: ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশ্ব টয়লেট দিবস একটি পদযাত্রার মধ্য দিয়ে পালন করা হয়
ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশ্ব টয়লেট দিবস একটি পদযাত্রার মধ্য দিয়ে পালন করা হয় দুপুর ১১ টা নাগাদ। এই পদযাত্রাটি জয় দেব কেন্দ্রে গ্রাম পঞ্চায়েত থেকে বের হয়ে গোটা জয়দেব কেন্দুলি বাজার পরিক্রমা করে এসে আবার পঞ্চায়েতে এসে শেষ হয়।এবং বিভিন্ন টয়লেট ও পরিবেশ সম্পর্কীয় সঠিক বার্তা সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হয়।