খণ্ডঘোষ থানার কুল চৌড়া গ্রামে ট্রাক্টরের ইঞ্জিন চাপা পড়ে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম সেখ সাজিমূল হক(২৬) পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কুল চৌড়া গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গতকাল বেলা এগারোটা নাগাদ ট্রাক্টরের ইঞ্জিনে বসে মাঠে চাষের কাজে যাচ্ছিল ওই যুবক। সেই সময় ট্রাক্টরটি মাঠের আল টপকা তে গিয়ে ট্রাক্টরের ইঞ্জিনের উপর থেকে নিচে পড়ে যায় ওই যুবক এবং তার উপরে ট্রাক্টরের ইঞ্জিনও পড়ে যায়, ঘটনায় গুরুতর জখম হয় সাজিমুল।