দাঁতন ২: দাঁতন দু নম্বর ব্লকের তুরকাতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে মুমূর্ষু রোগীদের রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির!
সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে মুমূর্ষু রোগীদের রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল দাঁতন জীবনদাতা রক্তদান সমিতি। সঙ্গে ছিল সাহেব ফিটনেস সেন্টার। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু'নম্বর ব্লকের তুরকাতে এগরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। সংগঠনটির বক্তব্য, শীতের শুরুতেই বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে দেখা দেয় রক্তের সংকট।