বর্ধমান ১: বর্ধমান স্টেশনে রেললাইনে পড়ে দুই পা কেটে বাদ পড়া গুরুতর জখম ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল Bmch এ
বর্ধমান স্টেশনে রেল লাইনে পড়ে ২পা কেটে বাদ পরা ব্যক্তির অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল Bmchএ। মৃত ব্যক্তির নাম বাবুল রাম(৫০) শহর বর্ধমানের বাবুরবাক কালীতলা এলাকায় তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত রবিবার বর্ধমান জিআরপি বাড়িতে খবর দেয় তিনি রেলে কাটা পড়েছেন। বর্ধমান জিআরপি তাকে উদ্ধার করে Bmch ভর্তি ও করেন। তারপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যা নগর তার মৃত্যু হয়।