গত ৫ ই ডিসেম্বর বোলপুরের দিশারী আবাসনের বাসিন্দা ক্ষমাপতি মুখার্জি (বয়স ৮০ ঊর্ধ্ব) প্রতারণার শিকার হন। অভিযোগ, শান্তিনিকেতন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৪০ হাজার টাকা তুলে টোটোয় করে বাড়ি ফেরার পথে এক মহিলা ও টোটোচালকের যোগসাজশে কৌশলে তাঁর কাছ থেকে টাকা কেপমারি করে নেওয়া হয়।ঘটনাটি ৭ ই ডিসেম্বর সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। তবে ঘটনার পর ন’দিন কেটে গেলেও এখনও পর্যন্ত খোয়া যাওয়া টাকা উদ্ধারে কোনও সাফল্য পায়নি পুলিশ। এতে চরম হতাশ ও ক্ষুব্ধ প্রবীণ ওই ব্যক