আজ ৩ জানুয়ারি শনিবার আনুমানিক সকালে দিক থেকে আনুমানিক দুপুরের দিক পর্যন্ত। বীরভূম জেলার মুরারই২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের পাইকর গ্রামে মধ্যপাড়ায় রাধামাধব মন্দিরে মন্দিরে রাধামাধব ঠাকুরের বার্ষিক পুজো উপলক্ষে রাধামাধব ঠাকুরের বিশেষ পুজোপাঠ করা হয়েছে। উপস্থিত ছিলেন পাইকর গ্রামবাসীরা।সেই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়।