রামপুরহাট ২: ধান–খড় শুকোতে রাস্তা দখল,রামপুরহাট ২ ব্লকের কালুহা–দিঘুলিতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
রামপুরহাট দু’নম্বর ব্লকের কালুহা ও দিঘুলি মেইন রাস্তায় উপর ধান ও খড় ফেলে শুকাচ্ছে স্থানীয় মানুষজন—ফলে সৃষ্টি হয়েছে চরম যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। আজ শনিবার দুপুরে সেই চিত্রই ধরা পড়ল। সকাল থেকেই রাস্তাজুড়ে ছড়িয়ে থাকা ধান ও খড়ের কারণে মোটরসাইকেল, ভ্যান ও ছোট গাড়ির চালকদের পিচ্ছিল অবস্থার মুখে পড়তে দেখা যায়। পথচারী দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে শস্য শুকানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ইতিমধ্যেই কয়েকটি বা