বাগদা: অপরিচিত নম্বর থেকে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ
অপরিচিত নম্বর থেকে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উত্তর ২৪ পরগনার বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নিউটন বালার কাছে শনিবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে । ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং বাড়িতে সাদা কাপড় পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই তৃণমূল নেতা রবিবার দুপুরে যে মোবাইল নাম্বার থেকে হুমকি ফোন এসেছিল সেই নাম্বার দিয়ে বাগদা থানায় লিখিত অভিযোগ জানায়।