ইংরেজবাজার: শহরের রবীন্দ্র ভবন থেকে যদুপুর সমস্ত পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারিতে শুরু হল পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষা
রবিবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। ইংলিশ বাজার শহর এবং ব্লকের বিভিন্ন স্কুলে পরীক্ষাকেন্দ্র নির্ধারিত হয়েছে। অন্যান্য পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষায় বসছেন বিভিন্ন থানার সিভিক ভলেন্টিয়াররাও এদিন পরীক্ষায় অংশ নিয়েছেন। তাই এদিন সকাল আনুমানিক ৮ টা থেকেই রাস্তাঘাটে পরীক্ষার্থীদের ভিড় দেখা যায়। এ বছর পরীক্ষায় নিরাপত্তা ও স্বচ্ছতা আরও কড়াকড়িভাবে মানা হচ্ছে।