রায়গঞ্জ: মেয়েকে মেরে ফাঁস দিয়ে ঝুলিয়েছে জামাই, গৃহবধুর বাবার এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের বীরঘই এলাকায়, তদন্তে পুলিশ
মেয়েকে মেরে ফাঁস দিয়ে ঝুলিয়েছে জামাই, গৃহবধুর বাবার এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের বীরঘই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো তারা। মৃতের পরিজনেরা জানান মৃত গৃহবধুর নাম, মাইনো হাসদা, বয়েস আনুমানিক ১৯ বছর, বাপেরবাড়ি কালিয়াগঞ্জ থানার রঘুনাথপুর এলাকার গাঙ্গুয়া গ্রামে। বছর তিনেক আগে রায়গঞ্জের বীরঘই গ্রামে তালা মুর্মুর সাথে বিয়ে হয় তার।