কোচবিহারে দিলীপ ঘোষের আগমন! BJP কর্মীদের এক্সট্রা অক্সিজেন নিয়ে প্রতিক্রিয়া দিনহাটার BJP নেতা। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ এই নিয়ে প্রতিক্রিয়া দেন দিনহাটার BJP নেতা তথা জেলা বিজেপির সম্পাদক দীপক রায়। প্রসঙ্গত এদিন বিকেলে কোচবিহার উত্তর বিধানসভার ছাগলবেড় চৌপথি তে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় বক্তব্য রাখেন দাপুটে বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।