গৌড়বঙ্গের তিন জেলায় পানীয় জল পরিষেবা, বন্ধ করে দেওয়ার হুমকি। জলই জীবন আমরা জানি কিন্তু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কিছু করার নেই। এমনই হুঁশিয়ারি দিয়ে এবারে আন্দোলনে নামলো গৌড়বঙ্গের তিন জেলার পাম্প অপারেটরা। অভিযোগ তারা কেউ সাত মাস কেউ আবার এক বছরের ওপরে বেতন না পেয়ে পথে বসতে চলেছে তাদের সংসার কেউ আবার তাদের ছেলেমেয়ে দের স্কুল কলেজে ভর্তি পর্যন্ত করতে পারছে না। এই অবস্থায় তাই এবারে জেলা জুড়ে পানীয় জল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন।