রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতাব্দীবর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য “হিন্দু মেলা” রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতাব্দীবর্ষ উদ্যাপন উপলক্ষে গত ১০ ও ১১ই জানুয়ারি, কাটোয়া মহকুমার কারুলিয়া শাখার মাঠে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর “হিন্দু মেলা”। এই মহোৎসবের আয়োজন করে হিন্দুমেলা কাটোয়া খণ্ড আয়োজক সমিতি। দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয় শতবর্ষে শত কলস যাত্রা-এর মাধ্যমে।