বরাবাজার: বামুনডিহা ICDS সেন্টারের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করলেন, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ
পাড়ায় সমাধান থেকে উঠে আসা গ্রাম বাংলার বিভিন্ন কাজ ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে, সঙ্গে পিছিয়ে নেই বরাবাজার পঞ্চায়েত সমিতি এলাকাও। সোমবার সকাল ১১টা নাগাদ বামুনডিহা আইসিডিএস সেন্টারের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধনে পৌঁছালেন বড়বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা, পুরুলিয়া জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো, শুকুরহুটু গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শান্তি সিংহ, শুকুরহুটু অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিট