পাড়া: পাড়া বিজেপির মন্ডল ৪ এর পক্ষ থেকে পাড়া,আনাড়া,জে জে ২ অঞ্চলের বিভিন্ন গ্রামে গৃহ সম্পর্ক অভিযান
Para, Purulia | Nov 29, 2025 পাড়া ব্লকের বিজেপির মন্ডল ৪ এর পক্ষ থেকে শনিবার দুপুর বারোটা নাগাদ পাড়া,আনাড়া,জে জে ২ অঞ্চলের মাপুইডি,নতুনডি, ডাইকুলি গ্রামে গৃহ সম্পর্ক অভিযান করা হলো। বিজেপি সূত্রে জানা গেছে গৃহ সম্পর্ক অভিযানের মূল উদ্দেশ্য সাধারণ মানুষ এস আই আর এর ফর্ম পূরণ করে জমা করেছেন কিনা বা যারা পূরণ করতে পারেননি তাদের সহযোগিতা করে পাশে দাঁড়ানো। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিব