"সময়ে বেতন দিতে হবে, দিতে হবে সমস্ত সরকারি সুবিধা। বাড়াতে হবে বেতন"-এমন দাবি করে কাজ বন্ধ করে ফের পৌরসভার সামনে ধরনা অবস্থান শুরু করে দিলেন কনজারভেন্সি শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সকাল থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তারা।
মেদিনীপুর: "সময়ে বেতন দিতে হবে ,বাড়াতে হবে বেতন"-দাবি করে মেদিনীপুর পৌরসভার সামনে কাজ বন্ধ করে ফের বিক্ষোভ কর্মীদের - Midnapore News