দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের গিলেরছাট অঞ্চলের মহামায়া এলাকার গ্রামবাসীদের উদ্যোগে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের মেলার আয়োজন করা হয়। এ বছর তাদের ৫০ বছরের পদার্পণ করল এই মেলা। এ মেলায় উপস্থিতি রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা এদিন মোমবাতি জ্বালিয়ে কেক কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী প্রশান্ত সরকার ও গিলেট অঞ্চলের প্রধান নবীন মাল এদিন এই মেল