গলসি থানার বাহিরঘন্ন্যা গ্রামে গাঙ্গুলি পাড়ায় কমিউনিটি হেল্থ সেন্টারের স্বাস্থ্য কর্মীকে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিলো হেল্থ সেন্টারে পাশে থাকা মুরগি ব্যবসায়ী। ভয়ে আতঙ্কে ওই স্বাস্থ্যকর্মী নুপুর মন্ডল শুক্রবার বেলা বারোটায় গলসি থানায় লিখিত অভিযোগ জানায়। জানাগেছে বাহিরঘণ্ন্যা গ্রামের গাঙ্গুলি পাড়ার কমিউনিটি হেলথ সেন্টারের পাশে একটি মুরগির দোকান আছে আর সেই মুরগীর দোকানের মুরগির রক্ত জমা হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়।