বিগত বছরের ন্যায় এ বছরও বৃহস্পতিবার সকাল থেকেই মায়াপুর যাওয়ার জন্য নবদ্বীপ ফেরীঘাটে উপচে পরল পর্যটকদের ভিড়,অপরদিকে অতিরিক্ত ভিড় সামাল দিতে ৬টি লঞ্চ ও একাধিক নৌকার ব্যবস্থা করেছে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি,আজ ২৫ শে ডিসেম্বর খিষ্ট ধর্মালম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন,বহিঃ বিশ্বের পাশাপাশি এদেশেও মহা সমারোহে পালিত হচ্ছে বড়দিন,অপরদিকে বড়দিন উপলক্ষে হাজার হাজার পর্যটক ভিড় জমিয়েছেন নবদ্বীপ ফেরীঘাটে,প্রত্যেকেরই গন্তব্যস্থল মন্দির নগরী মায়াপুর।