কালনা ২: ৪ শিক্ষকেরই BLO-র দায়িত্ব! ক্লাসে পড়াবে কে? দুশ্চিন্তায় পাঁচরখী বাণী বিদ্যামন্দিরের শিক্ষক থেকে অভিভাবকরা
প্রধান শিক্ষক-সহ স্কুলের চার জন শিক্ষক-শিক্ষিকাকে দেওয়া হয়েছে বিএলও-র দায়িত্ব। স্কুলের পঠনপাঠন নিয়ে ঘোর চিন্তায় পড়েছে কালনার পাঁচরখী বাণী বিদ্যামন্দির প্রাইমারি স্কুল। তাহলে তারা স্কুল করে কিভাবে এক মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করবেন এই নিয়ে ঘোর চিন্তায় স্কুল। অভিভাবকদের দাবি আমরা ছেলেমেয়েকে স্কুলে পড়াশোনার জন্য দিয়েছি, যদি সব শিক্ষকেরই এই কাজ করতে চলে যায় তাহলে কিভাবে স্কুলে চলবে? তারা কখন তারা পড়াবেন প্রশ্ন তুলছেন তারা।