খোয়াই: বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে খোয়াই জেলা ভিত্তিক আনুষ্ঠানিক কর্মসূচি আয়োজিত জেলা পরিষদের মাঠে
Khowai, Khowai | Dec 3, 2025 বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে খোয়াই জেলা ভিত্তিক আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে খোয়াই জেলা প্রশাসন এবং এলেম কো সহযোগিতায় খোয়াই ব্লকের অন্তর্গত ২০০ জন প্রতিবন্ধী সুবিধাবীদের মধ্যে প্রতিবন্ধী সহায়ক যন্ত্রাদি বিতরণ করা হয়। এদিন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক রজত পন্থ, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়।