পিকআপ ভ্যানের চাকা খুলে টোটোকে ধাক্কা।ঘটনায় গুরুতর আহত এক সদ্যজাত শিশু সহ ছয় জন।শুক্রবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মানবাজার পায়রাচালী রাজ্য সড়কে বড়পুল গ্রামের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় মানবাজার দিক থেকে একটি টোটো পায়রাচালির দিকে যাওয়ার সময় বড়পুল গ্রামের কাছে পেছন থেকে পিক-আপের চাকা খুলে গিয়ে, চাকাটি সজোরে ধাক্কা মারে টোটো টিকে।ঘটনাস্থলে টোটোটি উল্টে যায় এবং গুরুতর আহত হয় ওই টোটোতে থাকা যাত্রীরা।