চাকদা: মদ্যপান করে গাড়ী চালানোর অভিযোগ,ভদ্রাকালী থেকে গ্রেফতার চাকদা থানা এলাকার বাসিন্দা দুই যুবক, জামিনে মুক্তি দিলো আদালত
মদ্যপান করে গাড়ী চালানোর অভিযোগ,শান্তিপুর ভদ্রাকালী থেকে গ্রেফতার চাকদা থানা এলাকার বাসিন্দা দুই যুবক, জামিনে মুক্তি দিলো রানাঘাট আদালত। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে শান্তিপুর পুলিশ নাইট পেট্রোলিং চালানোর সময় শান্তিপুর ভদ্রাকালী এলাকায় একটি গাড়িকে বেপরোয়া গতিতে চলতে দেখে পুলিশ আটক করে। পরে পুলিশ দেখে গাড়িতে থাকা দুই যুবকই মদ্যপান করে রয়েছে। আর এর পরই তাদের গ্রেফতার করে পুলিশ। শুক্রবার শান্তিপুর পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাদের জামিন দিয়েছেন