বর্ধমান ২: বর্ধমানের রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য এসে বিএল ওদের নিয়ে কি মন্তব্য করলেন
বর্ধমানে এসে রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য তিনি বলেন বি এল ওদের চাই সুরক্ষা। বি এল ওদের জোর করে পার্টি অফিসে নিয়ে গিয়ে জোর করে এসআইআর এর নাম নথিভুক্ত করানো হচ্ছে। আর তার জন্যই বেশ কয়েকদিন পরই নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানাবেন আর নির্বাচন কমিশন বি এল ওদের সুরক্ষা দিক এমনটাই মন্তব্য করেছেন তিনি।