ঋণ দেওয়ার নামে অনলাইনে প্রতারণার অভিযোগে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার এক যুবক। সাগরদিঘি (Sagardighi Police Station) থানার পুলিশ সোমবার রাতে ঐ যুবককে গ্রেপ্তার করে। Sagardighi News জানা গিয়েছে গত ১লা ডিসেম্বর সাগরদিঘির এক বাসিন্দা সাগরদিঘি থানায় প্রতারণার অভিযোগ করেন। তার অভিযোগ ছিল ফোন কলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঋণ দেওয়ার নাম করে ওটিপি পাঠায়। ওসিবি শেয়ার করতেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়ের হয়ে যায় প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকা। অ