করিমপুর ১: করিমপুরে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড করিমপুর শাখায় ৭২ তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন
করিমপুরে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড করিমপুর শাখায় ৭২ তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন করা হলো করিমপুর এক ও দুই নম্বর ব্লকের সমবায় সমিতি সমূহ এবং নদিয়া ডিসটিক সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে। ১৪ ই নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়েই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমবায় সমিতির পক্ষ থেকে। 'আত্মনির্ভর ভারতের জন্য সমবায়' মূলত এই বিষয়টি সামনে রেখে এই সমবায় সপ্তাহ উদযাপন করা হচ্ছে।