নবগ্রাম: বধূ নির্যাতনের জেরে আত্মঘাতী, মৃত্যু ঘিরে চাঞ্চল্য নবগ্রামে
বধূ নির্যাতনের জেরে আত্মঘাতী, মৃত্যু ঘিরে চাঞ্চল্য নবগ্রামে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রামের স্বর্ণকার পাড়ায় বধূ নির্যাতনের জেরে এক গৃহবধূর আত্মঘাতী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম তাজমীরা খাতুন, স্বামী ইকরোল গ্রামের কালু শেখের ছেলে সাগর শেখ। দুই বছর আগে তাঁদের ইসলামিক মতে বিয়ে হয়েছিল, দম্পতির ১৪ মাসের এক সন্তানও রয়েছে। পরিবারের অভিযোগ, পণের দাবি ও ননদের বিয়ে নিয়ে অশান্তির জেরে নিয়মিত নির্যাতন করা হতো তাজমীরা