বালি-জগাছা: সাঁতরাগাছি ব্রিজের উপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী
সাঁতরাগাছি ব্রিজের ওপর দুর্ঘটনা।ওভারটেক করতে গিয়ে দুটি বাসে মুখোমুখি সংঘর্ষ।জখম কমপক্ষে সাতজন।এদের এম্বুলেন্সে করে পাঠানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।পুলিশ সূত্রে খবর কে ১১ রুটের বাস কোলকাতা থেকে জাতীয় সড়কের দিকে যাচ্ছিলো।অন্যদিকে দিঘা থেকে হাওড়া আসছিলো যাত্রীবোঝাই বাস।ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।এই দুর্ঘটনার জেরে যানজট হয় ব্রিজে।পুলিশ বাস দুটি সরিয়ে স্বাভাবিক করে যানচলাচল।একটি বাসের চালককে আটক করা হয়েছে