জেলা পরিষদ কাপে জয়ী জগন্নাথপুর ইয়ুথ ক্লাব।জেলা পরিষদ সদস্য রসিদন নেশার উদ্যোগে হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের জগন্নাথপুরে আয়োজিত জেলা পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্ট। গত এক সপ্তাহ ধরে চলা এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আবহ।ফাইনালে মুখোমুখি হয় জগন্নাথপুর ইয়ুথ ক্লাব ও ভালুয়ারা শান্তি ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময় শেষে ৫–২ গোলের ব্যবধানে জয়ী হয় জগন্নাথপুর ইয়ুথ ক্লাব দল এবং তারা জেলা পরিষদ কাপ জয়ী হয়েছেন।