ফের প্রচুর গাঁজাসহ গ্রেফতার-১,গাজা কারবারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান কোতোয়ালি থানার পুলিশের।মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কোচবিহার 1নং ব্লকের চান্দামারী এলাকায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ।তার কাছে তল্লাশি চালিয়ে প্রায় 40কেজি গাঁজা উদ্ধার করা হয়।উপস্থিত ছিলেন DSP DIBবিনোদ গাজমের,কোতোয়ালি থানার ICতপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।পরবর্তীতে ধৃত ব্যক্তিকে গ্রেফতার করা হয়