রাত পোহালেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা।পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন আগেই অর্থাৎ শনিবার শহরের রাস্তায় নেমে পড়ল আরামবাগ ট্রাফিক পুলিশ।জানা গেছে,আরামবাগ গার্লস স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার দিন যানজটের সমস্যা না হয় এবং পরীক্ষার্থীরা সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন,সেই উদ্দেশ্যে মূল সড়ক থেকে আরামবাগ গার্লস স্কুলে যাওয়ার গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তাগুলিকে যানজটমুক্ত করার কাজ শুরু হয়েছে।