আলিপুরদুয়ার ১: বিজেপিতে বড় ভাঙন ধরালো তৃণমূল,পররপার অঞ্চল বিজেপির প্রমুখ যোগ দিলো তৃণমূলে
বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন হলো বিজেপিতে।আলিপুরদুয়ার -১ ব্লকের পররপার অঞ্চল বিজেপিতে বড় ভাঙন ধরালো তৃণমূল।বৃহস্পতিবার ওই অঞ্চলের বিজেপির অঞ্চল প্রমুখ যোগেস রায় যোগ দিলেন তৃণমূলে।এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ব্লকের তপসিখাতা বাজারে একটি পথসভা আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।সেখানে ওই যোগদান কর্মসূচি হয়।