নিখোঁজ হয়ে যাওয়া মহিলার নাম লক্ষ্মী পটেল (৫৫)বাড়ি উড়িষ্যার বিজেপুর থানা এলাকায়,শুক্রবার দুপুরে লক্ষ্মী দেবীর খোঁজ পেতে থানায় নিখোঁজ ডায়েরি করেন প্রতিবেশী প্রীতম্বর থন্ধ,সূত্রের খবর এদিন সকালে উড়িষ্যার বিজেপুর থানা এলাকা থেকে লক্ষ্মী পটেল সহ ১৮ সদস্যের দল মায়াপুর আসে,এরপর নিদয়া ঘাট হয়ে নিমাইয়ের জন্মস্থান মন্দির দর্শনের জন্য সকলেই প্রবেশ করে,পরে অন্যান্য সঙ্গীরা দেখতে পায় তাদের দলে লক্ষ্মী দেবী নেই,সন্ধান পেতে থানার দ্বারস্থ হয় সঙ্গীরা।