পাত্রসায়র: সরাসরি বাড়িতে পড়ল বজ্র, ফাটিয়ে দিল দেওয়াল, বামিরা গ্রামের এক বাড়ির ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল বাড়ির সদস্যরা
সরাসরি বাড়িতে পড়ল বজ্র, ফাটিয়ে দিল দেওয়াল। পাত্রসায়ের থানার বামিরা গ্রামের উজ্জ্বল নন্দির বাড়িতে। অল্পের জন্য প্রাণ রক্ষা বাড়ির লোকেদের। ক্ষতিগ্রস্ত সমস্ত বাড়ি।