ইডি অফিসারদের হেনস্থা, তথ্য প্রমাণ লোপাট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিতে সুর চড়িয়েছে বিজেপি। ইডি যখন প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছে, তখন দু’জায়গাতেই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রীয় এজেন্সি যেখানে তদন্ত করছে, সেখান থেকে মুখ্যমন্ত্রী কী ভাবে ফাইল সহ কাগজপত্র নিয়ে যেতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে।