জেলা সভাপতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হোলো মোহরকুঞ্জে, গুরুত্ব পেলো SIR, রবিবার তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, এটা আমাদের রুটিন বৈঠক। তবে SIR আবহে এই সভা ছিল গুরুত্বপূর্ণ। আগামী ১৬ তারিখ ড্রাফট পাবলিকেশন প্রকাশিত হবে৷ পাশাপাশি আমাদের দলীয় কর্মসুচীও সামনে আসবে। আমাদের জেলায় বুথ লেবেলে আমাদের সংগঠন ভালো কাজ করছে। পাশাপাশি ভোটার তালিকার ড্রাফট পাবলিকেশনে বাদ যাওয়া ব্যক্তিদের করনীয় বিষয়েও বলেন তিনি।