গত সন্ধ্যেতে বাড়ী থেকে টোটো নিয়ে বেরিয়ে রহস্যজনকভাবে মৃত শান্তিপুরের যুবক, পরিবার সহ এলাকায় শোকের ছায়া, শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের পশু হসপিটাল সংলগ্ন এলাকার যুবক সাগর শেখ পেশায় তাঁত শ্রমিক ও টোটো চালক, পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যে ৭ টা নাগাদ বাড়ী থেকে টোটো নিয়ে বের হয় ওই যুবক। রাত হয়ে গেলেও বাড়ী না ফেরায় পরিবারের লোক তাঁকে ফোন করলে ফোন ধরে না তারপর আজ সকালে কৃষ্ণনগরের কোতোয়ালী থানার পুলিশ পরিবারে ফোন করে জানায় যে, ২৭ বছরের যুবক স