ঘটনাটি রবিবার শেষ রাতে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই বৈরাগী পাড়া এলাকার ঘটনা এবং সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া দেন তারা। ঘটনার গুরুতর অসুস্থ হয়ে তোমার মাঝে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিনোদিনী রায়। অভিযোগ তার স্বামী বিকাশ অধিকারীর সঙ্গে তার পরিবারের অন্যান্যদের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই। রবিবার শেষ রাতে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হলে তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ।