কমরেডরা বাম এর বাচ্চা থেকে রামের বাচ্চা হয়েছে ,জয় শ্রীরাম এর বাচ্চা হয়েছে, কাস্তে, লাল ছেড়ে গেরুয়া হয়েছে সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ তৃণমূল নেতা দেবু টুডুর। একই সাথে তার আরো মন্তব্য ১০০ দিনের টাকা দে, আমরা কাজ করেছি আমাদের টাকা দিতে হবে। আমাদের কাজের অধিকার দিয়ে দিতে হবে, না হলে বিজেপি করা যাবে না। এখানে জয় শ্রীরাম বলা যাবে না। তোরা যেমন হাইকোর্ট বলছিস মানিনা, সুপ্রিমকোর্ট বলছিস মানিনা, তেমনি আমরা এখানে ওষুধ দেবো, পাচন দিয়ে ওষুধ দেবো।