জলাধার উদ্বোধনের সপ্তাহখানেক এর মধ্যেই বিকল। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের একাধিক পানীয় জলধর নির্মাণ করা হয়েছে।পঞ্চায়েতের বরাদ্ধ অর্থে জলধার তৈরি হয়েছিল। জলাধার উদ্বোধনের কয়েকদিনের মাথায় তা বিকল হয়ে যায়। পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হয় স্থানীয়রা। সে সমস্যার কথা বারবার প্রধান এবং ঠিকাদার সংস্থা কে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।