SIR নিয়ে ফের বিস্ফোরক BJP এর রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। শনিবার তার বাড়িতে সাংবাদিক বৈঠক করে বলেন, SIR এর নামে ভূমিপুত্রদের হয়রানি করা হচ্ছে। এটা খাস ল্যান্ড নয়। যারা ১৪ পুরুষের ভিটেতে রয়েছে তাদের কাছে কাগজ চাওয়া হচ্ছে। এটা ভারতভুক্তি চুক্তি বিরোধী। সংবিধান এটা পারমিট করেনা। এনিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করে তিনি কি কি বলেছেন শুনে নেব