রবিবার সকালে বাঁকুড়ার সিমলাপাল থানার দুবরাজপুর পঞ্চায়েতের রায়বাঁধ গ্রামে আলু জমিতে বড়সড় পায়ের ছাপ ঘিরে ছড়ায় চরম আতঙ্ক। এক বাসিন্দার বাঘ দেখার দাবিতে চাঞ্চল্য বাড়ে। খবর পেয়ে বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে ছাপ সংগ্রহ করে। প্রাথমিকভাবে বনদপ্তরের দাবি, ছাপ বাঘের নয়—ইন্ডিয়ান উলফ বা হায়না জাতীয় জন্তুর হতে পারে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ।