ঠাকুরপুকুর-মহেশতলা: বিজেপি কর্মীর মুখে গরম চা ছুড়ে মারার অভিযোগ উঠল ডায়মন্ড হারবার বিজেপি সংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে
ডায়মন্ড হারবার জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিরুদ্ধে মারধর ও মুখের মধ্যে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ তোলে বিজেপির এক কর্মী সঞ্জীব সেন, এবং মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপি কর্মী সঞ্জীব সেনের অভিযোগ গতকাল মহেশতলায় নুঙ্গী স্টেশনের কাছে ৬ নম্বর মণ্ডলে একটি প্রবাস অর্থাত ঘরোয়া মিটিং চলছিল সেই সময় এই ঘটনা ঘটে। থানায় অভিযোগ দেয় তদন্ত পুলিশ।