ভগবানগোলা ১: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বসতবাড়ি — পুড়ে মারা গেল গরু ও দুই ছাগল
ভগবানগোলা থানার অন্তর্গত মোহাম্মদপুর অঞ্চলের বাহাদুরপুর শয়তান পাড়ায় মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারালেন আফরোজা বিবি ও তাঁর স্বামী নূর হোসেন (পাখি)। আচমকাই আগুন লেগে তাঁদের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় বাড়িতে পোষা দুটি ছাগল ও একটি গরু পুড়ে মারা যায়। তবে সৌভাগ্যবশত বাড়িতে থাকা কোনো মানুষের প্রাণহানি বা শারীরিক ক্ষতি হয়নি। বাড়ির মালিক নূর হোসেন জানান, গভীর রাতে ছাগলের বাচ্চার চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। ঘুম থ