গড়বেতা ১: আইএসএফ অবজারভার কে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্য গরবেতার খড়্কুশমা এলাকায়
আইএসএফ অবজারভার কে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গড়বেতার খড়্কুশমা এলাকায়,জানা গিয়েছে বুধবার রাতে গরবেতার খড়্কুশমা বাসস্ট্যান্ডের কাছে রমজান আলী খান নামে আই এস এফ এর এক অবজারভারকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। রাতেই তাকে কোন ভাবে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।