মানিকচক: মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, মানিকচক থানায় দেহের শেষ শ্রদ্ধা জানালো আইসি সহ পুলিশের কর্তারা
মানিকচক থানায় কর্তব্যরত একসিভিক ভলেন্টিয়ারের শারীরিক অসুস্থতায় মৃত্যু।দেহের শেষ শ্রদ্ধা জানালেন থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মী ও সহকর্মী সিভিক ভলেন্টিয়াররা।দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার কারণে অসময়ে পরিবারের রোজগারের মানুষ চলে যাওয়ায় অথই জলে পরিবার।জানা গেছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম বিপু বসাক।বয়স 37 বছর।মানিকচক থানার অন্তর্গত নূরপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবারে দুটি শিশু কন্যা রয়েছে তার। দীর্ঘদিন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন।