রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় শুরু হলো ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো প্রচার। শনিবার ভবানীপুর মোড়ে দলীয় পতাকা উড়িয়ে এই প্রচারের শুভ সূচনা করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও ব্লক সভাপতি মুশারফ হোসেন। ২০১১ সাল থেকে মা–মাটি–মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এই উদ্যোগ।