দুটি বাইকের সংঘর্ষে আহত দুইজন। শুক্রবার আনুমানিক সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্গত নপাড়া অঞ্চলের রমাইডি মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায় দুটো বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে পল্লবী কর্মকার ও রাজেশ কর্মকার নামে দুজন আহত হয়। পরবর্তীকালে স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।