আট দফা দাবি পূরণের লক্ষ্যে মগরাহাট দু নম্বর ব্লকে ১৪ টি অঞ্চলের প্রায় ৪৮ জন আশা কর্মীরা, মগরাহাট রেল স্টেশন থেকে মগরাহাট গ্রামীণ হাসপাতাল পর্যন্ত মিছিল মিছিলের পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক আশা কর্মীদের।
মগরাহাট ২: ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে মগরাহাটের দু'নম্বর ব্লক এ আশা কর্মীদের কর্ম বিরতির ডাক! - Magrahat 2 News